অভিনেত্রী তনুশ্রীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৮ ৬:৩৪ অপরাহ্ণ

অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধে এবার মানহানির মামলায় দায়ের করেছে ভারতের এক রাজনীতিবিদ। সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমএনএস) দলের প্রধান রাজ ঠাকুরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত বুধবার তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এমএনএস দলের জেলা শাখার সভাপতি সুমন্ত ধস। তার অভিযোগ, তনুশ্রীর মন্তব্যে মানহানি হয়েছে রাজ ঠাকরের।

পুলিশের এক কর্মকর্তা জানান, তনুশ্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীকে আদালতের উপস্থিত হওয়ার কথাও বলেছে পুলিশ।এদিকে সম্প্রতি ৩৪ বছরের তনুশ্রী এমএনএস নেতা রাজ ঠাকুরের বিরুদ্ধে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন,‘বাল ঠাকুরের পর শিবসেনা প্রধান হতে চেয়েছিলেন রাজ ঠাকুর। তবে তিনি তা হতে পারেননি।’ এমএনএস ২০০৮ সালে তার গাড়িতে ভাঙচুর চালিয়েছিল বলেও অভিযোগ করেন তনুশ্রী।তনুশ্রীর অভিযোগ ছিল, রাজ ঠাকুরের দল তাকে হুমকি দিচ্ছে। সম্প্রতি বাড়িতে এমএনএস এর দুই কর্মীর জোরপূর্বক ঢোকারও চেষ্টা করেছিলেন।এদিকে জানা গিয়েছে, তনুশ্রী দত্ত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ এর চলতি সিজনে অংশ নিতে পারেন, এই খবর জানার নির্মাতাদের চিঠি দিয়েছে দলটি। তনুশ্রীকে নেওয়া হলে তাদের শুটিং সেটে ভাঙচুর চালানো হবে বলে হুমকিও দিয়েছেন দলের কর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন