অনুর্ধ্ব-১৯ ইয়ুথ ক্রিকেট লীগে সেরা বোলার লক্ষ্মীপুরের সাগর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৫১ অপরাহ্ণ

সংবাদদাতা : অনুর্ধ্ব-১৯ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৯ এ সেরা বোলার নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের সন্তান নোমান চৌধুরী সাগর। গত রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে এ ঘোষনা করা হয়।
ইয়ুথ ক্রিকেট লীগ ২০১৯ প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহন করেছে। দলগুলো হলো, সেন্টাল জোন (ঢাকা মেট্ট্রো-ঢাকা বিভাগ), ইস্ট জোন (চট্টগ্রাম-সিলেট বিভাগ), সাউথ জোন (বরিশাল-খুলনা বিভাগ) ও নর্থ জোন (রংপুর-রাজশাহী বিভাগ)। প্রতিযোগিতায় সবগুলো ম্যাচই ছিলো ৪ দিনের। আর নোমান চৌধুরী সাগর খেলেছেন ইস্ট জোনের হয়ে।
সাগরের ইস্ট জোন প্রথম ম্যাচটি বুধবার (২৩ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে খেলেছেন সাউথ জোনের বিপক্ষে। সেখানে ১ম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ইস্ট জোন ২৭৭ রানে অলআউট হয়ে যান। জবাবে ১ম ইনিংসে সাউথ জোন ৯৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েন। পরে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারান ১৪৭ রানে। ফলে ইস্ট জোন ৩৩ রানে জয় লাভ করেন।
এই ম্যাচে সাগর ১ম ইনিংসে ১৪ ওভার বল করে ৪ মেডেনে ৩৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ২য় ইনিংসে ১৪ ওভার বল করে ৬ মেডেনে ২৯ রান দিয়ে শিকার করেছেন ৪টি উইকেট।
ইস্ট জোন ২য় ম্যাচটি শুক্রবার (১ ফেব্রুয়ারি) বগুড়া জেলা স্টেডিয়াম মাঠে খেলেছেন সেন্টাল জোনের সাথে। প্রথমে ইস্ট জোন ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৮১ রান। জবাবে সেন্টাল জোন সব কয়টি উইকেট হারান ২৩৭ রানে। ২য় ইনিংসে ইস্ট জোন ২১২ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য সেন্টাল জোন ১৫৬ রানের লক্ষ্যে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬১ রান করেন। এতে সেন্টাল জোন ৯ উইকেটে জয়লাভ করে।
ওই ম্যাচে সাগর ১ম ইনিংসে বল হাতে ৩০ ওভার করে ৩ মেডেনে ৬৯ রানে ৩টি উইকেট পান। ২য় ইনিংসে ১৬ ওভারে ২ মেডেনে ৩৯ রান দিয়ে নিয়েছেন সাউথ জোনের হারানো একমাত্র উইকেটটি।
ইস্ট জোন তাদের শেষ ম্যাচটি বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া জেলা স্টেডিয়াম মাঠে খেলেছেন নর্থ জোনের বিপক্ষে। প্রথমেই ব্যাট করতে নেমে ১ম ইনিংসে অলআউট হয়ে সংগ্রহ করেন ১৪১ রান। জবাবে নর্থ জোন ১৬১ রান করে অলআউট হয়ে যায়। ২য় ইনিংসে ইস্ট জোন ২১৯ রান করেন সব কয়টি উইকেট হারিয়ে। নর্থ জোন তাদের ২য় ইনিংসে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৬০ রান। নির্দিষ্ট সময় শেষ হওয়ায় ড্র হয় ম্যাচটি।
সাগর এই ম্যাচটির ১ম ইনিংসে ১৯ ওভারে ৬ মেডেনে ৪৭ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ২য় ইনিংসে ১৯ ওভার বল করে ৪ মেডেনে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। সাগর এই ম্যাচের দুই ইনিংসে ৮টি উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
নোমান চৌধুরী সাগর তিন ম্যাচে ৬ ইনিংসে ১১২ ওভার বল করে ২৫ মেডেনে ২৫৩ রান দিয়ে ১৮টি উইকেট লাভ করেন। ফলে প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছেন।
নোমান চৌধুরী সাগর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলার। বর্তমানে সে খেলাধুলার পাশাপাশি বিকেএসপিতে দ্বাদশ শ্রেনীতে পড়ালেখা করছে। এরআগে লক্ষ্মীপুর জেলা অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ দলের হয়ে খেলেছেন সাগর।
উল্লেখ্য, নোমান চৌধুরী সাগর এরআগে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯ এর সেরা বোলার নির্বাচিত হয়েছেন। সাগর ঐ প্রতিযোগিতার ৫ ম্যাচে ১৩৯ ওভারে ৫৩ মেডেনে ২৯ উইকেট লাভ করেন। সে কৃতিত্বেই অনুর্ধ্ব-১৯ ইয়ুথ ক্রিকেট লীগ খেলার সুযোগ পান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন