অনুমোদনের পর ভ্যাকসিনটি প্রথম নিলেন পুতিনকন্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৪:২৫ অপরাহ্ণ

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন অনুমোদন দিল রাশিয়া।

মঙ্গলবার (১১ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেন।

তার কন্যা ইতোমধ্যে এ ভ্যাকসিন নিয়েছে বলেও জানান তিনি।

এ খবর জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি।

পুতিনএসময় বলেন, ভ্যাকসিনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি এ ভাইরাস ঠেকাতে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন