অধিনায়ক হতে আর বাঁধা নেই স্মিথ-ওয়ার্নারের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

দুই বছর আগে বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অন্যদিকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞায় তারা পড়েছিলেন দুই বছরের। যা রোববার কেটে গেল। এরআগে গত বছর এ দুই তারকা ফিরেছিলেন মাঠে ক্রিকেটে। 

আজ থেকে পুরোপুরি মুক্ত স্মিথ ও ওয়ার্নার মুক্ত হলেও এখনই অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না। তার বরং নজর দিতে চান আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে। যা কি না অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে করোনাভাইরাসের কারণে।

অস্ট্রেলিয়ায় সংবাদ মাধ্যমে স্মিথ বলেছেন, ‘ভারতে খুব সম্ভবত ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন করে রাখা হয়েছে। তাই এখন আইপিএল হওয়ার সম্ভাবনা খুবই কম বলা চলে। তবে আমার মনে হয় সামনের দিনগুলোতে এ বিষয়ে অনেক আলোচনা হবে এবং জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।’

আইপিএল হবে কি হবে না তা নিয়ে ভাবছেন না স্মিথ। বরং তিনি নিজেকে প্রস্তুত রাখছেন সামনের দিনের খেলাধুলার জন্য, ‘আমি চেষ্টা করছি শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে সতেজ থাকতে। যদি আইপিএল হয়, তাহলে তো ভালো। যদি না হয়, তাহলেও সারা বিশ্বে অনেক কিছুই হয়। শুধু দিনের পর দিন খেলে যেতে হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন