কমলনগরে চেয়ারম্যান পদে নৌকার পিছে ছুটছে যারা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ দফায় ল²ীপুরের রামগতি ও কমলনগরের ৭ ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

 

কমলনগর উপজেলার চর লরেন্স, চর মাটিন ও চর কাদিরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন।

 

এ তিন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করেছেন। যাচাই-বাচাই পূর্বক দলীয় সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগ দলীয় প্রতিকে মনোনিত ব্যক্তিকে নির্বাচনের অনুমোদন দিবে।

 

এদিকে চর লরেঞ্চ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাষ্টার ও বর্তমান চেয়াম্যান আহসান উল্লাহ হিরন।

 

চর মার্টিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ভাই, আনিছুর রহমান ও বেলায়েত হোসেন মাহমুদসহ বেশ কয়েকজন।

চর কাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগরকে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে।

 

প্রসঙ্গত: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন