নোয়াখালীতে পুলিশ-ম্যাজিস্ট্রেটসহ আরও ৬২ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ১১:২২ অপরাহ্ণ

নোয়াখালীতে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০৩ জন।

এদিকে সুবর্নচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন কর্মকর্তা পরিবারসহ আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা লকডাউন ঘোষণা করেন।  সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, বেগমগঞ্জ উপজেলায় ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে ৫ জন ও সুবর্নচরে ১৩ জন রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন