৬ দিন বন্ধ থাকবে যমুনা ব্যাংকের লেনদেন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

যমুনা ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ কর‌তে লেন‌দেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ছয় দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক‌টি নির্দেশনা দিয়েছে।

‌নির্দেশনায় বলা হয়, যমুনা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন কর‌তে আগামী ১ এপ্রিল রাত ১২টা ০১ মিনিট থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন