২৪ ঘণ্টায় নতুন করে ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার (৮ এপ্রিল) জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

নতুন ৬ রোগীসহ বর্তমানে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতরের প্রতিষ্ঠানটি।

 

চলতি বছরে এখন পর্যন্ত ২৮০জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৭১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

 

গত বছর দেশে ডেঙ্গুজ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন