২০২২ সালে সড়কে ঝরেছে ৫ হাজার ৭৬০ জনের প্রাণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

সদ্য বিদায়ী বছর ২০২২ সালে ৫০৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৭৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭ হাজার ৩৩১ জন।

বুধবার (০৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ‘২০২২ সালের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিসচা।

ইলিয়াস কাঞ্চন জানান, ২০২২ সালে রেল পথে দুর্ঘটনা ঘটে ২৫৬টি, নিহত ২৭০, আহত ৫১ জন। নৌপথে ২০২২ সালে দুর্ঘটনা ঘটে ৭৭টি, নিহত ২০৪, নিখোঁজ ১৮৬ আর আহত ১৪৪।

২০২২ সালে সড়ক, নৌ, রেল পথ ও বিমানপথে মোট দুর্ঘটনা ঘটে ৭০২৪ টি, নিহত ৮১০৪ ও আহত ৯৭৮৩ জন। বিগত দুই বছরের তুলনায় ২০২২ সালে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন