হানিমুন বাদ দিয়ে সমুদ্র পরিষ্কারে নামলেন ওরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২০ ১:৫৮ অপরাহ্ণ

বিয়ের রাতে যখন নবদম্পতিরা ভবিষ্যতের গল্প সাজাতে ব্যস্ত থাকেন সেই সময়টা সৈকত পরিষ্কারে পার করলেন এক নবদম্পতি। সম্প্রতি বিয়ের পোশাকে এমন উদ্যোগ নিয়ে মানুষের নজরে আসেন মো. তারেক আজিজ ও জান্নাতুল বাকেয়া মিলি দম্পতি।

প্রতিদিনই এমন চার পাঁচ বস্তা ময়লা সংগ্রহ করেন তারা

স্বামী তারেক আজিজ বলেন, চারদিন ছিলাম। প্রতিদিনই বিচ এ ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত ডাস্টবিনে ফেলেছি। এমন চার পাঁচ বস্তা ময়লা সংগ্রহ করেছি।

‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’

‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’

কাজের ফাঁকে ‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’ প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন তারেক ও মিলি। আমাদের মূল লক্ষ্য ছিল সচেতনতা তৈরি।

তিনি আরো বলেন, আমি মূলত সবাইকে সচেতন করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই এই কাজ করা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন