হাতিয়ায় ৬ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গত ৬ দিন (শুক্রবার থেকে) ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। যান্ত্রিক ক্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান।

স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ৫০০কেভির ৪টি জেনারেটর ইঞ্জিন পরপর নষ্ট হওয়ার পর সর্বশেষ গত শুক্রবার ১ মেগাওয়াটের ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে। ফলে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ৫০০কেভির একটি ইঞ্জিন জেনারেটর দিয়ে উপজেলা পরিষদ এলাকায় নামে মাত্র বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকেরা। ইতিমধ্যে ফ্রিজের সংরক্ষিত মালামাল ও জরুরি ওষুধপত্র নষ্ট হতে চলেছে। কম্পিউটার ফটোস্ট্যাটসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ফলে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপবিভাগীয় প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ইঞ্জিন মেরামত করে বিদ্যুৎ চালু করতে আরো ১০-১৫দিন সময় লাগতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন