হজ নিবন্ধন শুরু আজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ মে, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন কার্যক্রম সোমবার (১৬ মে) থেকে শুরু, চলবে আগামী ১৮ মে পর্যন্ত। এবার সরকারিভাবে হজে যেতে ২টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য তিন ধাপে ৭৮০টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। প্রত্যেক এজেন্সি চলতি বছর সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী পাঠাতে পারবে। অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেওয়া যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনার কারণে গেল দুই বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশ গ্রহন করতে পারেননি। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন