স্বজনরা এগিয়ে আসেনি, দাফন করল পুলিশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করে অবসর জীবনযাপন করছিলেন আজিজুল ইসলাম। বয়স সত্তরের বেশি। দুই ছেলে কুয়েত ও লেবানন প্রবাসী। গাজীপুর মহানগরের বাউপাড়া এলাকার আজিজুল হঠাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিন্তু তার মরদেহ নেওয়ার জন্য স্বজনদের কেউ হাসপাতালে যাননি। হাসপাতাল কর্তৃপক্ষ পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাউপাড়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

কিন্তু দাফনের জন্য এলাকার কেউ এগিয়ে আসেনি। পরিবারের সদস্যরাও । এক পর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞার কাছে সহযোগিতা চায় আজিজুলের পরিবার।

ওসি আলমগীর ভূঞা বলেন, খবর পেয়ে দ্রুত তিনি একদল পুলিশ পাঠান ওই বাড়িতে। একই সঙ্গে ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনকে মরদেহ দাফনের জন্য একটি টিম পাঠাতে অনুরোধ করেন। সোমবার ভোরে পুলিশ সদস্যরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদেরকে নিয়ে কবর খনন করেন। তারা নিজেরাই জানাজা শেষে বাড়ির পাশে আজিজুল ইসলামের লাশ দাফন করেন।

ওসি আলমীগর আরও বলেন, পুলিশ সদস্যরা সম্মানের সাথে আজিজুলের মরদেহ দাফন করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন