স্কুলে দেরিতে আসায় প্রধান শিক্ষককে শোকজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

 

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে স্কুলে দেরিতে আসার অভিযোগে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেরিতে আসার কারণ জানতে চেয়ে ৩ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এই নোটিশ পাঠান। শনিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

 

স্কুল সূত্রে জানা যায়, সময় মতো শিক্ষার্থীরা উপস্থিত হলেও যথাসময়ে স্কুলে উপস্থিত না হওয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

 

নিয়মানুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯ টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান শিক্ষক দেবরাজ রাজু নিয়মিত বিদ্যালয়ে দেরিতে আসেন বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক দেবরাজ রাজু পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক দেরিতে বিদ্যালয়ে আসেন।

স্কুলের সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক গত ১১ জানুয়ারি সকাল ১০ টা ২০ মিনিটে, ১৪ জানুয়ারি সকাল ১০ টায়, ১৬ জানুয়ারি সকাল ১০ টায় এবং ১৭ জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন।

 

সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন,বৃহস্পতিবার জানতে পারি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু সকাল ১০ টা ১৫ মিনিটেও স্কুলে আসেননি। এজন্য প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন