আগাম প্রস্তুত থাকলে কোন চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

আমাদের আগাম প্রস্তুত থাকলে কোন চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না, আমি সেটাই বিশ্বাস করি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) সকালে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঐতিহ্যবাহী এ মেলার উদ্বোধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের এখন ৪টা পোর্ট আছে। যেখানে আমরা ভালোভাবে পণ্য রফতানি করতে পারি। স্থলবন্দরগুলিও চালু করেছি একে একে। যেগুলো ৬৫ সালে বন্ধ হয়েছিল। সেগুলো আমরা চালু করেছি। বাণিজ্য ব্যবসা একটা লক্ষ্মী।

 

তিনি বলেন, আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে টানা চার বার নির্বাচিত করেছেন। আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষের সেবার করার সুযোগ আবার আমি পেয়েছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন