সৌদি আরবে করোনায় লক্ষ্মীপুরের প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রফিকুল ইসলাম ভূঁইয়ার (৪৮) নামে লক্ষ্মীপুরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সাত দিন ধরে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রোববার রাতে (৭ জুন) তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৯নং ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রবাসীর স্ত্রী রৌশন আরা বেগম জানান, রফিকুল ইসলাম গত ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদে গাড়ির চালকের চাকুরি করছেন। তাদের দুই ছেলের মধ্যে এক ছেলে সৌদি আরবে ও আরেক ছেলে ইতালী ফেরত বাড়ীতেই রয়েছেন।

শনিবার (২ জুন) ডায়বেটিজ, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা নিয়ে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বতর্মানে লাশটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসী রফিক ভাইয়ের মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত। কিভাবে তার মৃত দেহ দেশে আনা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন