করোনারোধে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের জীবাণুনাশক স্প্রে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২০ ১২:২৮ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৫ নং পারবতীনগর ইউনিয়নে রাস্তায় জীবাণুনাশক স্প্রে শুরু হয়েছে।

সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার ( ৩১ মার্চ) বিকালে সোনাপুর পাটোয়ারী বাজার ও ৯টি মসজিদ এবং ০১/০২ ওয়াডে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মোঃ মনির হোনেন সুমন।

পাশাপাশি এলাকার বিভিন্ন স্হানে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন সংগঠনের পরিচালনা কমিটি এবং সদস্যরা একইসাথে রোগ মুক্তির জন্য কোরআন খতম এবং মহান আল্লাহ নিকট দোয়া করা হয় ।

সংগঠনের সভাপতি মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন পরামর্শে সাবেক সভাপতি মনির হোসেন সুমন এর তত্ত্বাবধানে সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মিঠু ও বর্তমান সাংগঠনিক জামাল হোসেন এর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সংগঠনের সভাপতি মানুন হোসেন জানান, সোনাপুরের দিনমজুর, রিকশা চালক, যাহারা দিন এনে দিন খা তাদের পাশে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন হবে বলে নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন