সুবর্ণচরে ‘মরা গরুর’ মাংস বিক্রি করে জরিমানা গুনলেন কসাই

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

নোয়াখালীর সূবর্ণচরে মরা গরুর মাংস বিক্রির সময় মো. রিয়াজ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩০ এপ্রিল) ভোরে থানারহাট বাজার থেকে আটকের পর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান।

আটক মো. রিয়াজ সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবৈশাখী গ্রামের মো. হানিফের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাজারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। ভোরে জবাই করা গরুর মাংসসহ মো. রিয়াজকে আটক করা হয়। স্থানীয়রা মরা গরু জবাইয়ের অভিযোগ করেলও গরুটি রুগ্ন ছিল বলে রিয়াজ পুলিশকে জানায়।

চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহ উদ্দিন জানান, দুপুরে আটক মো. রিয়াজের স্বীকারোক্তি মতে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমান করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন