সিলেটে বোমাসদৃশ ডিভাইস: ঘিরে আছে পুলিশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ

সিলেট নগরের চৌহাট্টা মোড়ে মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ একটি ডিভাইস থাকায় ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেয়া হয়েছে এসএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে। ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় নগরের চৌহাট্টা মোড়ের পূর্বদিকের পুলিশ চেকপোস্টের সামনে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে বোমা বলে সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশের সিআরটিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ক্রাইমসিনের ফিতা টেনে ঘিরে রাখেন।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানা পুলিশের ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, মোটরসাইকেলে রাখা ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবেন। এরপর জানা যাবে জিনিসটি বোমা নাকি অন্য কিছু।

তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সারাদেশের মতো সিলেট নগরজুড়ে তৎপর রয়েছে পুলিশ। এরই মধ্যে মোটরসাইকেলে রাখা ডিভাইসটি দেখে আমাদের সন্দেহ হলো।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম ও ট্রাফিক) জোতির্ময় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি বোমা নিষ্ক্রিয়করণ দল যাচ্ছে। ওই ডিভাইসটি উদ্ধারের পর জানা যাবে এখানে আসলে কি রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে জানতে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন