সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মার্চ, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

ব্যাট-বল হাতে দাপুটে পারফরম্যান্সে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। তবে একটুকু টাইগারদের মন ভরেনি। প্রথমবার প্রোটিয়াদের মাটিতে সিরিজ জিততে চাইছে তারা। এজন্য আজ দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জোহানেসবার্গে নামছে তামিম ইকবালের দলটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।

দক্ষিণ আফ্রিকায় গত ২০ বছরে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অধরা সেই স্বাদ বাংলাদেশ পায় শুক্রবার। এখন সিরিজ জয়ের হাতছানি। মিরাজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এ ব্যাপারে বলেন, তাদের স্বপ্ন এখন অনেক বড়, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।’

টিম গেম খেলে প্রথম ম্যাচে সাফল্য এসেছে। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই। মিরাজের মতে বাংলাদেশ যখন টিম গেম খেলে তখনি জিতে যায়, ‘আমাদের কাল যেটা হয়েছে আমরা টিম গেম খেলেছি। আমরা যখন টিমে গেম খেলি তখনই বাংলাদেশ জিতে যায়।’

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার জন্য পয়া ভেন্যু।এখন পর্যন্ত এই মাঠে ৫০টি ওয়ানডে হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ ম্যাচে জয় নিরপেক্ষ দেশের। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এটি। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচ এখানেই হয়েছে। ওভার প্রতি গড় রান এখানে ৫.২০ করে।

মাঠের পরিসংখ্যান বলে দিচ্ছে এই মাঠে জয় পেতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের আবার জ্বলে উঠতে হবে। তার সঙ্গে থামাতে হবে ডেভিড মিলার কিংবা ভ্যান ডার ডুসেনদের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন