সার্ভিস চার্জ বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটের সার্ভিস চার্জ বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী দোকান-মালিক ও ব্যবসায়ীরা এ আয়োজন করেন। পরে আন্দোলনের মুখে পড়ে ১ হাজার টাকা সার্ভিস চার্জ বৃদ্ধির নোটিশ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

 

এসময় মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঘটনাস্থল উপস্থিত ছিলেন।

 

দোকান মালিক ও ব্যবসায়ীরা জানায়, মার্কেট পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র আবু তাহের স্বাক্ষরে প্রতিটি দোকানে নোটিশ প্রদান করা হয়েছে। তবে নোটিশে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের স্বাক্ষর ছিলো না। এতে প্রতিটি দোকানের ১ হাজার টাকা করে সার্ভিস চার্জ বাড়ানোর কথা উল্লেখ করা হয়। এনিয়ে প্রতিটি দোকানের সার্ভিস চার্জ সাড়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। অন্যায়ভাবে অতিরিক্ত সার্ভিস চার্জ বৃদ্ধিতে দোকান মালিক ও ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে উঠে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন