সামাজিক সংগঠনের কম্বল পেল মেঘনা তীরের শীতার্তরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২০ ১১:৩৮ অপরাহ্ণ

স্বপ্নবাজদের সুশিক্ষায় স্বপ্ন বুনন প্লাটফর্ম ড্রিম ডিভাইজারে সংবাদ প্রকাশের লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনাপাড়ের মানুষের জন্য শীতবস্ত্র উপহার নিয়ে এগিয়ে আসে মিঠু এম এন সাবা এন্ড টিম নামের একটি সামাজিক সংগঠন।

 

বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) উপজেলার চর কালকিনির মতিরহাট মেঘনাপাড় ও চর মার্টিনের মেঘনাপাড়ে পৃথক দুই অনুষ্ঠানে ৯০টি শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র উপহার দেয়া হয়।

 

সম্প্রতি তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব মেঘনাপাড়ের মান্তা জনগোষ্ঠী ও নদীপাড়ের মানুষদের নিয়ে ড্রিম ডিভাইজারে একটি ভিডিও প্রতিবেদন করেন। এতে ক্যামেরায় সহায়তা করেন চিত্র সাংবাদিক ছৈয়দ ইফতেখার হৃদয়। প্রতিবেদনটি নজরে এলে প্রথম পর্যায়ে শীতার্ত ৩০জনের জন্য কম্বল পাঠান তরুণ উদ্যোক্তা, মিঠু এম এন সাবা এন্ড টিমের প্রতিষ্ঠাতা মিঠু এম এন সাবা।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান মাহবুবে এলাহি সানি, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, সৌদি আরবস্থ রামগতি-কমলনগর প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, দক্ষিণ চর মার্টিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক আবদুল হাদি, তরুণ লেখক কামরুল হাসান হৃদয় প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন