সাধারণ পরিবারের সন্তানরাই মেধাবী হয়

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৭ মার্চ, ২০১৮ ১২:০৪ পূর্বাহ্ণ

নিজিস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) বিকালে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের।

সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, পৌর কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেল, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মিজানুর রহমান রুবেল, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম, সভাপতি দীন মোহাম্মদ মোল্লা, সমাজ সেবক আলমগীর হোসেন রাজু প্রমুখ। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান সরকারের সময় দেশের শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। ছেলেদের পাশাপাশি মেয়েরা দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মেয়েরা ভূমিকা রাখছে। সাধারণ পরিবারের সন্তানরাই মেধাবী হয়। তারাই দেশের উন্নয়নে কাজ করে।

এসময় সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন