সাংবাদিক উৎপলকে না পেলে দেশব্যাপী আন্দোলন

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১ নভেম্বর, ২০১৭ ৭:১৬ অপরাহ্ণ

ঢাকা: সাংবাদিক উৎপল দাসকে খুঁজে বের করতে না পারলে আগামী দুই-একদিনের মধ্যে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বুধবার (০১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

তারা উৎপলকে ফেরতের দাবি জানান। বাবা চিত্তরঞ্জন দাস প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তার ভাগনা শিশু রুদ্র বিশ্বাস বলেন, মামাকে ফেরত চাই।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রধান বক্তা ছিলেন। সঞ্চালনা করেন ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বুলবুল বলেন, উৎপলকে জীবন্ত ফেরত চাই। অক্ষত অবস্থায় ফেরত চাই। ফেরত না পেলে বড় পরিসরে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাবো। এ জন্য সবাই বসে সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। দু’একদিনের মধ্যে সারাদেশের সংবাদিকদের নিয়ে রাজপথে নামবো।

তিনি আরও বলেন, অপহরণের মধ্যদিয়ে পুরো সাংবাদিক সমাজ হুমকিতে। এ বিষয়ে অগ্রগতি না থাকায় প্রশাসন এবং তথ্যমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন