সরকারি জমিতে অবৈধ ২৫ দোকান উচ্ছেদ রামগতিতে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মার্চ, ২০১৯ ২:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি জমির ওপর স্থাপিত ২৫ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত হওয়া জেলা পরিষদের এ দেড় একর জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা।


বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমিন রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 


এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, সদস্য মাহবুবুল হক মাহবুব ও রামগতি থানা পুলিশ উপস্থিত ছিল।


জানা গেছে, রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে ১৭ বছর ধরে জেলা পরিষদের এক একর ৩৩ শতাংশ জমির ওপর দোকান করে অবৈধভাবে দখলে ছিল। ওই জমিতে থাকা ২৫ দোকান উচ্ছেদ করা হয়েছে। এখন জমিটি দখলমুক্ত। 


লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ১৭ বছর ধরে জেলা পরিষদের জমিটি অবৈধ দখল ছিল। অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়েছে। জমিটি এখন জেলা পরিষদের দখলে রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন