সমাজ উন্নয়নে সেরা বাপসা’র জোবেদা

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৭ ১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : সমাজ উন্নয়নে অবদান রাখায় লক্ষ্মীপুরে নারী জয়ীতা সম্মাননা পেলেন জোবেদা বেগম। তিনি বেসরকারি এনজিও বাপসা’র নিরাপদ-২ প্রজেক্ট কো-অর্ডিনেটর।

শনিবার বেগম রোকেয়া দিবসে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়েজিত আলোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সমাজ উন্নয়নে অবদান রাখায় তাঁর হাতে সদর উপজেলার নারী জয়ীতার সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন ও জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা ইয়াসমিন লিকাসহ প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৫ জন করে ২৫ নারী জয়ীতাকে সনদপত্র দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন