সন্ধ্যায় লাইভে আসছেন সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ১:৫৮ অপরাহ্ণ

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি এখন অবস্থান করছেন সুদূর যুক্তরাষ্ট্রে। তবে ভুলে যাননি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নিজের দায়িত্বের কথা। করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে নানান উদ্যোগ নিতে শুরু করেছেন সাকিব আল হাসান।

যার মধ্যে অন্যতম ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গড়ে অসহায় মানুষদের কষ্ট লাঘবের চেষ্টার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদিও সরবরাহ করছেন বাংলাদেশ দলের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রমেই সারাবিশ্বের মতো বাংলাদেশেও জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা, মৃত্যুবরণও করছেন পাল্লা দিয়ে। এমতাবস্থায় নিজের ফাউন্ডেশন তথা দেশবাসীর পরবর্তী করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনার জন্য ফেসবুক লাইভ সেশনের আয়োজন করেছেন সাকিব।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নিজের ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভে আসবেন তিনি। এসময় ভ্লত-শুভাকাঙ্খীদের সঙ্গে কথা বলবেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে। সবাইকে এই লাইভ সেশনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাকিব।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সাকিব আল হাসান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে লাইভে আসছি আমি, সাকিব আল হাসান। ১৭ই এপ্রিল সন্ধ্যা ৭টায় আমার সাথে সরাসরি কথা বলুন লাইভে এবং করোনা ভাইরাস প্রতিরোধে আপনার সাধ্যমতো অনুদান পাঠিয়ে দিন সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সাকিব আল হাসান ফাউন্ডেশন আপনার অনুদানটি পৌঁছে দিবে যথাযথ স্থানে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন