সদস্য মামুন-তাহমিনা-সুমনের খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায়রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ মে, ২০২০ ৮:২৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, মঞ্জুরুল আলম সুমন ও তাহমিনা আক্তার।তাদের এ খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায়রা।

 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, পৌর মেয়র ইসমাইল খোকন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া প্রমুখ।

 

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহবন্ধি কর্মহীন ১০ হাজার শ্রমজীবি পরিবারের মাঝে ৭৫ লাখ টাকা বরাদ্দে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। গত তিনদিন রামগতি, কমলনগর ও সদরের পূর্বাঞ্চলের অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রায়পুর সদরের দালাল বাজার, রায়পুরের উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, চরমোহনা ও সোনাপুর ইউনিয়নের ৬০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন