শরণার্থী শিশুর কান্নার ছবি জিতল সেরা পুরস্কার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ

সিরিয়ার অ্যালান কুর্দি বা ওরমান দাকনিশের ছবি কাঁদিয়েছিল সারা বিশ্বকে। আর এর পরই টেক্সাস সীমান্তে দুই বছরের শিশুকন্যা ইয়ানেলার কান্নার ছবি জিতে নিল সেরা পুরস্কার।

গত বছর বিশ্বজুড়ে ৭৮ হাজার ৮০১টি ছবির মধ্যে সেরা বিবেচিত হয়েছে জন মুরের ‘ক্রাইং গার্ল ইন দ্য বর্ডার’ শীর্ষক ছবিটি।

দীর্ঘদিন আমেরিকা-মেক্সিকো সীমান্তে কাজ করছেন চিত্রসাংবাদিক জন মুর। গত বছর তার তোলা একটি ছবি পুরস্কার জিতে নিয়েছে। ছবিটি গত বছর প্রকাশ্যে আসার পরই আলোড়ন তৈরি হয়েছিল।

জন মুর জানিয়েছেন, ১২ জুন ২০১৮ সালের সন্ধ্যায় তিনি এ ছবিটি তুলেছিলেন। সেদিন রাতের অন্ধকারে মেক্সিকো থেকে বেশ কয়েক শরণার্থী সীমান্ত পেরিয়ে টেক্সাসে প্রবেশের চেষ্টা করছিলেন।

কিন্তু সীমান্তরক্ষা বাহিনীর হাতে ধরে পড়ে যান তারা। এদের মধ্যেই ছিলেন হন্ডুরাসের স্যান্ড্রা স্যানচেজ ও তার দুই বছরের শিশুকন্যা ইয়ানেলা।

স্যানচেজের তল্লাশি শুরু হতেই ভয়ে কাঁদতে শুরু করে ইয়ানেলা। কয়েক মুহূর্তের সেই ঘটনা বন্দি হয় জন মুরের ক্যামেরায়।

ছবিটির নাম দেন ‘ক্রাইং গার্ল ইন দ্য বর্ডার’। ছবিটি ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডের স্পট নিউজ, সিঙ্গেলস ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতে নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার ঘোষণার পর জন মুর জানিয়েছেন, দীর্ঘ কয়েক দশক ধরে তার কাজের মধ্য দিয়ে সবসময় চেষ্টা করেছেন, যাতে এ শরণার্থী সমস্যাকে মানবতার চোখ দিয়ে দেখা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন