লালমনিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০১৯ ৬:৪৭ অপরাহ্ণ

মহাসড়ক নিরাপদ করতে লালমনিরহাট অংশের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সাড়ে ১৭ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।


শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।


উপ-সচিব বলেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার সরকারি সিদ্ধান্তের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আপাতত লালমনিরহাট অংশে উচ্ছেদ অভিযান চলছে।


মাহবুবুর রহমান ফারুকী জানান, মহাসড়ক নিরাপদ করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দেয়া হয়নি। তাদের দ্রুত স্থানান্তরিত করতে বলা হয়েছে। প্রথম দিন প্রায় তিন শতটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন