লক্ষ্মীপুর প্রেসক্লাব নির্বাচন: নির্বাচন কর্মকর্তাকে চিঠি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক গত ২৩ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা ও ৫ জানুয়ারির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ হেলাল।
এসময় সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলামকে চিঠি দেওয়া হয়।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকরা এ চিঠি দেন। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় তার পক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাসির উদ্দিন পাটওয়ারী চিঠিটি গ্রহন করেন।

পরে সাংবাদিকরা ওই চিঠির অনুলিপি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার লক্ষ্মীপুরের নিকট প্রদান করেন। এসময় লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন