লক্ষ্মীপুর পৌরসভায় প্রারম্ভিক স্থিতি ৭১ লাখ টাকা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ জুলাই, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নতুন কোন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৯৭ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের এ বাজেট ঘোষণা করেন।


বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭১ লাখ ৯৯ হাজার টাকা। অনুষ্ঠানে প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, কাউন্সিলর উত্তম দত্ত, আবুল খায়ের স্বপন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভার নাগরিকদের আধুনিক জীবন মানের লক্ষ্যে ৯৭ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে নতুন করে কোন করারোপ করা হয়নি। (ছবি: ফাইল)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন