লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ নভেম্বর, ২০১৮ ৬:৪০ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গাজী গিয়াস উদ্দিন সভাপতি হয়েছেন। 

সাধারণ সম্পাদক হয়েছে মাসুদুর রহমান খান ভুট্ট। তিনি দৈনিক সংবাদ ও বাংলাদেশ টুডের লক্ষ্মীপুর প্রতিনিধি। গত শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে দেওয়ান বাড়ি সংলগ্ন তাদের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি নির্বাচিত হয়।

 

এতে দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আযম (দৈনিক চৌকস), সহ-সভাপতি এফ এম মতিউর রহমান (দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক) ও নুরুল আলম চৌধুরী বাবু (সাপ্তাহিক দেশকাল), যুগ্ম সম্পাদক এম জেড মাহমুদ (দৈনিক নওরোজ), রবিউল ইসলাম খান (ডেইলি অবজার্ভার ও আজকালের খবর), মোস্তাফিজুর রহমান টিপু (সম্পাদক সাপ্তাহিক ফয়সালা) ও শাকের মোঃ রাসেল (মাছরাঙ্গা টিভি ও দৈনিক মানব কন্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান মোহন (দৈনিক যোগাযোগ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন (বার্তা সম্পাদক লক্ষ্মীপুর বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন রানা (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মামুনুর রশিদ (মোহনা টিভি ও বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ আ আবীর আকাশ (দৈনিক ঘোষনা), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম আরজু (দৈনিক আলোর বার্তা), নির্বাহী সদস্য: সাজ্জাদুর রহমান ফরহাদ (নির্বাহী সম্পাদক দৈনিক কালের প্রত্যাশা), রাজীব হোসেন রাজু (দৈনিক মুক্ত বাঙালি), মোঃ কামাল উদ্দিন (বার্তা সম্পাদক লক্ষ্মীপুর নিউজ), মোঃ সোহেল রানা (দৈনিক নবচেতনা ও দৈনিক লক্ষ্মীপুর সমাচার), মেরিনা আক্তার জেমি (দৈনিক সংবাদ প্রতিদিন) ও আলমগীর হোসেন (দৈনিক অর্থনীতি কাগজ)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন