লক্ষ্মীপুর গণগ্রন্থাগারে টয় ব্রিকস কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ

গণগ্রন্থাগারে বই পড়ি টয়-ব্রিকস দিয়ে গল্প গড়ি এ স্লোাগানে লক্ষ্মীপুর সরকারি গণগ্রন্থাগারে আনুষ্ঠানিক ভাবে ‘টয়-ব্রিকস’ উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর গণগ্রন্থাগারে এ টয়-ব্রিকসের উদ্বোধন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানি, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভুইঞা তপন


লক্ষ্মীপুর গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান ইনচার্জ কাউওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সমসেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমীনা বেগম, দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খোদেজা বেগম, লক্ষ্মীপুর ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা আফরোজ ও লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনসহ প্রমুখ।

নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মদের সঞ্চলনায় এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বই পড়ার পাশা-পাশি ক্ষুদে শিক্ষার্থীরা এখন থেকে লাইব্রেরীতে এসে ‘টয়-ব্রিকস’ দিয়ে তাদের মেধাকে আরো পরিশুদ্ধ করতে পারবে। লাইব্রেরী মুখি হবে তাদের সহপাঠিরা। একসময় ব্যাপক হারে পাঠক সংখ্যা গ্রন্থাগার মুখি হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন