লক্ষ্মীপুরে ৪টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীকপ্রাপ্তরা হলেন,

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মহাজোটের আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান (নৌকা), ঐক্যফ্রন্টের এলডিপির শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ), বাংলাদেশ জাতীয় পার্টির আলমগীর হোসেন (কাঁঠাল), বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম (হাত পাখা), এনপিপি’র মোশারফ হোসেন (আম), বিএনএফ’র সিরাজ মিয়া (টেলিভিশন) প্রতীক পেয়েছেন।

লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) ঐক্যফ্রন্টের বিএনপি’র আবুল খায়ের ভূইঁয়া (ধানের শীষ), মহাজোটের জাতীয় পার্টির মোহাম্মদ নোমান, স্বতন্ত্র শহিদ ইসলাম (আপেল), বাংলাদেশ মুসলীম লীগের শেখ ফায়েজ উল্যাহ শিপন ( হারিকেন), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের হেলাল উদ্দিন (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান পাটোয়ারী ( হাতপাখা) প্রতীক।

লক্ষ্মীপুর-৩ (সদর) মহাজোটের আওয়ামী লীগের একেএম শাহজাহান কামাল (নৌকা), ঐক্যফ্রন্টের বিএনপি’র শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম (হাত পাখা), এনপিপির সেলিম মাহমুদ (আম), বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ ( কাঁঠাল) প্রতীক পেয়েছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) ঐক্যফ্রন্টের জেএসডি’র আ স ম আবদুর রব ( ধানের শীষ), মহাজোটের বিকল্পধারার মেজর (অব.) আবদুল মন্নান (নৌকা), বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রাজ্জাক চৌধুরী (কাঠাল), বাসদের মিলন কৃষ্ণ মন্ডল (মই), জেএসডি’র তানিয়া রব (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাত পাখা) প্রতীক পেয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন