লক্ষ্মীপুরে হিফজুল কোরআন প্রতিযোগীতা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতার অডিশনে অর্ধশতাধিক হাফেজ অংশগ্রহণ করেছে। এরমধ্যে প্রতিযোগীতার মাধ্যমে পরবর্তী রাউন্ডের জন্য ৮ জনকে বাছাই করা হয়। তাদেরকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের আইডিয়াল আলিম মাদরাসা হল রুম এ আয়োজন করা হয়। এর আগে প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা জানান, রমজান মাসে বেসরকারি টেলিভিশিন আরটিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা ১৩তম জিপিএইচ আলোকিত কোরআন অনুষ্ঠানের জন্য হাফেজদের বাছাইয়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

এসময় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুর রহমান ত্বহা ও মাওলানা মো. জসিম উদ্দিন।

তারা জানান, কোরআন মানুষের একমাত্র মুক্তির পথ। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের প্রতিটি শব্দ হাফেজরা তাদের অন্তরে গেঁথে নিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত সবাইকে আকৃষ্ট করবে। কোরআন তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ পাঠ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন