লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিকের পরিবারকে অনুদান প্রদান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ শ্রমিকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে এই টাকা বিতরণ করা হয়।

টাকা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান খাদে পড়ে চার নির্মাণ শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫), আবিনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুন নুর (৬০)। এ দুর্ঘটনায় আরও ১১ জন আহত হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন