লক্ষ্মীপুরে স্বাস্থ্য বিভাগের ১৯ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সহযোগীতামূলক কাজ করতে গিয়ে লক্ষ্মীপুরে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৬ জন সুস্থ্য হয়েছেন। বুধবার (২০ মে) সকালে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক ৬, নার্স ২, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৩ জন, এমটি (ইপিআই) ১, এমটি (ল্যাব) ১, সিএইচসিপি ২, ল্যাব এটেনডেন্ট ১, পরিচ্ছন্নতা কর্মী, ১, আউটসোর্সিং স্টাফ ১ ও হারবাল এসিসটেন্ট ১ জন রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হয়।

এদিকে পুরো জেলায় এখনো পর্যন্ত ১১০ জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদরে ৩৫, রায়পুরে ৩৩, রামগঞ্জে ২২, কমলনগরে ৮ ও রামগতিতে ১২ জন। প্রথম দিকে রামগঞ্জে এক মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। সুস্থ হয়ে বাড়ি ফেরত যাওয়া ৩৮ জনের মধ্যে সদরে ১২, রামগঞ্জে ১৫, কমলনগরে ৬ ও রামগতিতে ৫ জন। করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধি রয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, স্বাস্থ্য সেবা দিতে গিয়ে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৬ জন সুস্থ্য হয়েছে। বাকি ১৩ জনেরও সুস্থ্যতা কামনা করেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন