লক্ষ্মীপুরে সামাদ স্কুল রি-ইউনিয়ন অর্থ উপকমিটির মতবিনিময়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০১৯ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় রি-ইউনিয়নের অর্থ উপকমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

উপ-কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলাম রাজুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য রাজন মোল্লা, শহীদুল ইসলাম শহীদ, রিয়াদ হোসেন রিফাত, হাসান মাহমুদ শাকিল, মো. ফজলে রাব্বি, ফারহান উদ্দিন সিফাত ও নাছিরুচ্ছামান।

এসময় কমিটির কার্যক্রম পরিচালনা সম্পর্কে সদস্যদের মতামত উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের ছাত্রদের নিয়ে একটি রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক জাতীয় রাজস্ব বোর্ডের উপ-সচিব কামরুল হাসান ও সদস্য সচিব চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। এর জন্য ২০ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালের ২৮ মার্চ রি-ইউনিয়নের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন