লক্ষ্মীপুরে সামাদিয়ানদের ঈদ পূণর্মিলনী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ জুন, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের ব্যাচ ছাত্রদের ঈদ পুণর্মিলনী হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

ওই ব্যাচের আহবায়ক আমিনুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও তানভীর আহম্মেদ মাসুদ রাজনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্দশ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মতিন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মো: আবদুল খালেদ, মোবারক হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।

এ সময় প্রাক্তন ছাত্র ২০০৪ এর ব্যাচের ছাত্র ও ঢাকা রমনা থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওহিদুরজ্জামান নূর, কুমিল্লা মেঘনা উপজেলার এসি ল্যা- কামরুল হাছান রিমেল, ম্যাচেন্ট নেভী ক্যাপটেন সাজ্জাদ হোসেন চৌধূরী (সোহেল)। এ সময় শিক্ষকদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো: আলমগীর হোসেন, সুনামগঞ্জ জেলার এলজিএইডির সোসিওলজিষ্ট বেলাল হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আরিফুল হুদা রুবেল, মো: রিপন, মো: আরিফ হোসেন, আবদুল্ল্যা আল মামুন, ব্যাংক কর্র্মকর্তা সুমন গাজী, মার্কেটিং অফিসার আরাফাত, রায়পুর উপশাখার স্বাস্থ্য র্কমকর্তা রাজীব হোসেন চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, পুরনো কিছু অনুভুতি নিয়ে নতুন করে ১৫ বছর পরে আবারও সবাই এক হয়েছিল খানিকটা সময়ের জন্য। ফিরে পেয়েছিল শৈশব। যখন সারাটাদিন কাটতো একসাথে এক সাড়িতে। পড়াশুনা, হাসি, গান, অন্যের টিফিন চুরি ও পেছনে লাগার জন্য স্যারের হাতের পিটুনি কোনোটাই কারোর আড়ালে থাকতো না। যার সাথে কোনোদিনের জন্যও কথা হয়নি আজ তাকেও ভীষণ আপন মনে হয়েছে এই আয়োজনে।

সময়ের স্রোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকলেই। তবুও শত বাধা-বিঘœ কাটিয়ে আবারও একত্রে। সেই এক আবেগ এক অনুভূতি। সকলের ভাষ্য কথা দিচ্ছি, থাকবোও এভাবেই সারাদিন। অনেক মজা শেষে সবার মনে একটা গান গুন গুনিয়ে বাজছিল আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ। আমায় পরবে মনে কাছে দূরে যেখানেই থাকো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উল্ল্যাস করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন