লক্ষ্মীপুরে সংবর্ধনা পেলেন ৩৩ বীর মুক্তিযোদ্ধা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ মার্চ, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ৩৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ব্যানারে শহরের হ্যাপি সিনেমা হল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এসময় স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় সৈনিক মো.শাহ আলম, হুমায়ুন কবির তোফায়েল, মাহাবুবুল আলম, শামসুল ইসলাম ও বশির উদ্দিনসহ ৩৩ জনের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এরমধ্যে দুইজনকে মরনোত্তর সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার আদর্শে গড়া আওয়ামী লীগের কর্মীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সেই কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় মুক্তিযোদ্ধাদের কদর করেছেন। মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণা। তাদের ত্যাগের ইতিহাস আমাদের সাহস।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন