লক্ষ্মীপুরে শিক্ষকদের প্রশিক্ষণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ৫:৩১ অপরাহ্ণ

সংবাদদাতা: লক্ষ্মীপুরে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি ) শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ২৯৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সনদ প্রদান করা হয়।


কর্মশালায় প্রশ্নের ধারা ও মানবন্টন তৈরী বিষয়ে সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওমর ফারুক, ইংরেজি বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসের প্রশিক্ষক আবুল কালাম, গণিত বিষয়ে সুধীর ঘোষ, মাল্টিমিডিয়ায় এটুওয়ান প্রশিক্ষক মাছুম বিল্লাহ, ক্লাস ম্যানেজমেন্টে সদর উপজেলা শিক্ষা অফিসের প্রশিক্ষক মোশারফ হোসেন চৌধুরী ও প্রাক প্রাথমিকে প্রশিক্ষক ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর (সদর) মাধব চন্দ্র মজুমদার।


প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।


এছাড়াও বিভাগীয় দায়িত্ব পালন করেন সদর উপজেলা প্রাইভেট শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মো: রেজাউল করিম সুমন (পরিচালক), হাজিরপাড়া আল বাসার একাডেমি প্রধান শিক্ষক মাও. মহিউদ্দিন (ব্যবস্থাপক), ভবানিগঞ্জ রহমান স্কুলের প্রধান শিক্ষক নওরোজ হাসান (পরিবেশ ও শৃংখলা), কবি মোস্তাফিজুর রহমান স্কুলের প্রধান শিক্ষক আবদুল আহাদ (সহকারি), রসুলগঞ্জ সানরাইজ স্কুলের প্রধান শিক্ষক শাহেদুর রহমান আজাদ চৌধুরী, প্রাইম কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক পারভেজ আলম, চক বাজার মডেল একাডেমি প্রধান শিক্ষক আহসান হাবিব, রিলায়েবল স্কুলের উপাধ্যক্ষ ওসমান গণি, মান্দারি মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহানা ইয়াছমিন, আইডিয়াল একাডেমি প্রধান শিক্ষক মোর্শেদ কামাল, হলি চাইল্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মমিনুল হক মামুন, ইলেভেন কেয়ার একাডেমি উপাধ্যক্ষ হারুনুর রশিদ, লক্ষ্মীপুর হলিহার্ট রেসিডেন্সিয়াল স্কুলের উপাধ্যক্ষ ফয়েজ আহমেদ।

আয়োজকরা বলেন, ‘নিজেকে ভাল শিক্ষক হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রমী হতে হবে। মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদেরকে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার প্রতি অধিক মনোযোগী এবং দক্ষতার পরিচয় দিতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন