লক্ষ্মীপুরে রেল-লাইন স্থাপনের দাবি নিয়ে সংসদে এমপি নয়ন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে চাঁদপুরের সাথে রেল সংযোগ স্থাপনের জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।

 

তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিনের মাধ্যমে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে লক্ষ্মীপুরে রেল স্থাপনের বিষয় জানতে চাওয়া হয়।

 

এসময় স্পিকারকে ধন্যবাদ জানিয়ে এমপি নয়ন বলেন, পাশ্ববর্তী জেলা নোয়াখালী ও চাঁদপুরে রেল সংযোগ রয়েছে। কিন্তু লক্ষ্মীপুরে নেই। অল্প কিছু পথে রেল সংযোগ স্থাপন করলে উপকৃত হবে লক্ষ্মীপুরের ১৮ লক্ষ নাগরিক।

 

জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী জেলা এবং অর্থনৈতিকভাবে উন্নত। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। জিডিপি বেড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপন হবে। তবে সময়ের ব্যাপার। ১৮ লক্ষ মানুষ কম নয়। মন্ত্রনালয় বিষয়টি দেখবে বলে আশ্বাস দেন রেল মন্ত্রী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন