লক্ষ্মীপুরে মোবাইল ফোন ব্যবসায়ী ইউনিটির কমিটি গঠন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০১৯ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা মোবাইল ফোন ইউনিটির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপুকে প্রধান পৃষ্ঠপোষক করে এ কমিটি গঠন করেন।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন মোবাইল কোম্পানির পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নিয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনে নির্বাচন দেওয়ার লক্ষ্যে মোঃ গোলাম সারওয়ার সেলিমকে আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে ১ম যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় অতিথি ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দৈনিক কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, যমুনা টিভির আনিস কবির, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নাজিম উদ্দিন রানা ( বিজনেস বাংলাদেশ ) মোঃ জামাল উদ্দিন রাফি (মোহনানিউজ), কামাল হোসেন ( লক্ষ্মীপুর নিউজ), সুমন দাস (বিবার্তা২৪) প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন, শ্যাম্পনি মোবাইল কোম্পানীর লক্ষ্মীপুর জেলার পরিবেশক গোলাম সারোয়ার সেলিম, ওয়েস্টেনের মো. হারুনুর রশিদ, ব্রাদার্স টেলিকমের মো. টিটু, অনু টেলিকমের স্বাত্বাধীকারী আব্দুল্লাহ আল সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোবাইল ব্যবসায়ী মোঃ ওসমান গনি বাবু, মোঃ মাকছুদুর রহমান, মো. দেলোয়ার হোসেন, রাশেদ কাজী, মো. জসিম, মোঃ ইলিয়াস, মো. রাজু আহম্মদ প্রমুখ।

মোবাইল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে এ সংগঠন ভুমিকা রাখবে। সাধারণ ব্যবসায়ী ও গ্রহকদের সুবিধায় সংগঠনের সকল সদস্য যৌথভাবে কাজ করবেন বলে বক্তারা বলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন