লক্ষ্মীপুরে চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাসে হারানো অলংকার ফিরে পেলেন নারী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাসে হারিয়ে যাওয়া অলংকার ফিরে পেলেন এক নারী। তার নাম ফারিহা। উপজেলার কুশাখালী গ্রামে বাড়ি।


এরআগে সোমবার (৮এপ্রিল) দুপুরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছেন। এতে লেখা ছিল ‘ আজ সকালে আমাদের ইউনিয়নে কিছু সোনার অলংকার পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে, পরিষদ থেকে বুঝে নিন’
যোগাযোগের জন্য চেয়ারম্যান সেখানে তার মোবাইল নাম্বারটি দিয়েছেন।


জানতে চাইলে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু বলেন, তেওয়ারীগঞ্জ বাজারে এক নারী কেনাকাটা শেষে তার ভ্যানেটি ব্যাগে গয়না রাখার সময় পড়ে যায়। অসাবধানতা বসত হারিয়ে যায়।

পরে বাজারের লোকজন পেয়ে ভাগাভাগী কারার চেস্টা করে। খবর পেয়ে আমি চৌকিদার দিয়ে আমার কার্যালয়ে নিয়ে আসি। পরে আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। ওই নারী স্ট্যাটাসে দেয়া ফোন নাম্বারে কল করে প্রমাণ দিয়ে তার অলংকার ফেরত নেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন