লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৪ জনের জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

সরকারী নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে মাক্স পরিধান ছাড়া পৌর শহরে হাটাচলার কারণে ২৪ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসাইন ও আল-আমিন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া যারা চলমান লকডাউনের ভিতরে বিভিন্ন অজুহাত দেখিয়ে চলাফেরা করছে তাদেরকে কঠোরভাবে সর্তক করা হচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণরোধে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে এ অঞ্চলের মানুষকে সচেতন করতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তদারকি করছেন জেলা প্রশাসন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন