লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস খাবে ২ লাখ ৮৩ হাজার শিশু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৭ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সঙ্গে নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস (২য় রাউন্ড) ক্যাম্পেইন লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর (শনিবার)  সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুরে এ বছর ২ লাখ ৮৩ হাজার ৮ শত ৯৪ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩০৩৭০ জন  (১২-৫৯ বয়সী) ২৫৩৫২৪ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা: শঙ্কর কুমার বসাক, মেডিকেল অফিসার ডা: আরিফুল ইসলাম। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় এ বছর ২ লাখ ৮৩ হাজার ৮ শত ৯৪ জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩০৩৭০ জন  (১২-৫৯ বয়সী) ২৫৩৫২৪ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ৫৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৫৩৪ টি কেন্দ্রে ৪৫৯৫ কর্মীর মাধ্যমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এসময় ২৭২ জন স্বাস্থ্য সহকারী, ৩৮৮১ জন স্বেচ্ছাসেবক ও ১৮৯ জন সুপারভাইজার মাঠে থাকবে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও (১২-৫৯) বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন