লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে কাউছার হোসেন বাবু নামে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা লুট ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কাউছার হোসেন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মন্ডলতলী বাজারের মেসার্স ফাতেমা ট্রেডার্সের স্বত্তাধিকারী।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) রাতে দোকান বন্ধ করে কাউছার ও সোহেল হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় উত্তর হামছাদীর পাটোয়ারীর হাটখোলা এলাকায় অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে কাউসার ও সোহেলকে মারধর করে ৩ লাখ ২০ হাজার টাকা লুটসহ একটি মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। একই ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে সজিব লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন