লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ও জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে প্রেসক্লাবের হলরুমে এ আয়োজনে জেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংগঠন, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে পত্রিকাটির জেলা প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা বিএনপির প্রতিনিধি জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, জেলা আইনজীবি সমিতির সভাপতি আহম্মদ ফেরদৌস মানিক, ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান ফরায়েজী, বিএম এ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন।

আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও সাহসী সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের আরো সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরো ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন হাওলাদার, সাংবাদিক আজিজুর রহমান আজম, আবু জাকের রাবেত, মো.জহির উদ্দিন, এ বিএম নিজাম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন লিটন, কামালুর রহিম সমর, কাজী মাকছুদুল হক, মীর ফরহাদ হোসেন সুমন, মুস্তাফিজুর রহমান টিপু, নজরুল ইসলাম দিপু, নাজিম উদ্দিন রানা, রবিউল ইসলাম, আনোয়ারের রহমান বাবুল, আনিস কবির, সোহেল রানা, পলাশ সাহা, নুর আহমদ মিলন, বিএম সাগর, জহিরুল ইসলাম শিবলু, ফরহাদ হোসেন, রাকিব হোসেন, হাসান মাহমুদ শাকিল, কিশোর কুমার দত্ত, ডালিম কুমার দাস টিটু, তসলিমুল ইসলাম, সুমন দাস, সাফায়েত সাকিব, মহি উদ্দিন রবিন, কাজী মোরশেদ, রিয়ান প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন