লক্ষ্মীপুরে বন্ধুসভার জামা পেল মেঘনার পাড়ের শিশুরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ মে, ২০১৯ ১০:০৬ অপরাহ্ণ

সংবাদদাতা: ঈদ হোক সবার, হাসি ফুটুক সবার মুখে, বন্ধুসভা তাই চায়। তাই তো সারাদেশে চলছে বন্ধুসভার রঙিন জামা বিতরন। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে ৭২জন শিশুকে রঙিন জামা দিলো প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখা।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর রায়পুর উপজেলার হাজীমারার মেঘনা নদীর পাড় এলাকার আশ্রয়ন ও জেলে পল্লীর ৭২জন শিশুর মাঝে রঙিন জামা বিতরন করা হয়।


এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, প্রথম আলো রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি এবিএম রিপন, হাজীমারা সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাহমুদ আব্বাস, প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখার সভাপতি আবদুল বাতেন রাজন মোল্লা, সহ-সভাপতি সন্তুনু দাস, সাধারন সম্পাদক শাহাজাহান কামাল রিয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু, ইসমাইল খান সুজন, উপ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল মোবারক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সায়মা মোহসিনা।
বন্ধুসভার সদস্যরা বলেন, শহর কেন্দ্রীক অনেকেই ঈদ বস্ত্র বিতরন করে। কিন্তু প্রত্যান্ত অঞ্চলের দিকে কারও নজর পড়ে না। উপকূলের এ শিশুরা সব কিছু থেকেই বঞ্চিত। মেঘনার পাড়ের কিছুসখ্যক শিশুকে নতুন জামা দিতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। তাদের উচ্ছাস আমাদেরকে প্রেরণা দিচ্ছে।


জামা বিতরন শেষের প্রায় অর্ধশতাধিক নদীকূলবর্তী মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন